৯ নভেম্বর, ২০১৫ ১৩:২১

'অগ্নি-৪' ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

অনলাইন ডেস্ক

'অগ্নি-৪' ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ৪ হাজার কিলোমিটার পাল্লার পরমাণু অস্ত্রবাহী একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। অাজ সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে উড়িষা উপকূলবর্তী হু্ইলার দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটির এ পরীক্ষা চালানো হয়। ভারতীয় সেনাবাহিনীর স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড একটি রোড-মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্রটির এ পরীক্ষা চালায়। খবর দ্য হিন্দুর
সলিড জ্বালানি চালিত দুই ধাপের 'অগ্নি-৪' ক্ষেপণাস্ত্রটি ৪ হাজার কিলোমিটার পর্যন্ত এক টন পরমাণু অস্ত্র বহন করে নিয়ে যেতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের [ডিআরডিও] শীর্ষ বিজ্ঞানীরা ও প্রতিরক্ষা মন্ত্রীর বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা সতীশ রেড্ডি উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর ২০১৫/শরীফ

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর