৯ নভেম্বর, ২০১৫ ১৪:৩৫

মিয়ানমারে সুচির কাছে ক্ষমতাসীনদের পরাজয় স্বীকার

অনলাইন ডেস্ক

মিয়ানমারে সুচির কাছে ক্ষমতাসীনদের পরাজয় স্বীকার

মিয়ানমারের সাধারণ নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কাছে পরাজয় মেনে নিয়েছে সেনাসমর্থিত ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি (ইউএসডিপি)।

রবিবার প্রথমবারের মতো সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই সাধারণ নির্বাচন। দেশটির নির্বাচন কমিশন এখনো ফলাফল ঘোষণা করেনি। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে শান্তিপূর্ণ এ নির্বাচনে বাক্সে পড়া ভোটের ৮০ শতাংশই সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পেয়েছে বলে দাবি দলটির। 

এদিকে, বিশ্লেষকদেরও ধারণা নির্বাচনে সু চির দল বিপুল বিজয় পাবে। ২০১১ সাল থেকে সেনা ছত্রছায়ায় ক্ষমতায় থাকা ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেমোক্রেটিক পার্টির (ইউএসডিপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে উ সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা হেরে গেছি।”


বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৫/ রশিদা

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর