১৪ নভেম্বর, ২০১৫ ১৮:৩৫

শীর্ষ টার্গেটে থাকবে ফ্রান্স, হুমকি আইএসের

অনলাইন ডেস্ক

শীর্ষ টার্গেটে থাকবে ফ্রান্স, হুমকি আইএসের

সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ফ্রান্সের অভিযান অব্যাহত থাকলে দেশটি তাদের শীর্ষ টার্গেটেই থাকবে বলে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনটি।

প্যারিস হামলায় দায় স্বীকার করে শনিবার দেওয়া এক বিবৃতিতে এ হুমকি দেয় আইএস।

শুক্রবার দিনগত রাতে থিয়েটার হল বাতাক্লঁ ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়ামসহ ফ্রান্সের রাজধানী প্যারিসের ৬টি স্থানে সিরিজ হামলা চালায় আইএস। এসব ঘটনায় অন্তত ১২৮ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৯৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

ওই বিবৃতিতে আইএস বলে, আমাদের যোদ্ধারা দেহে বোমাধারণ করে ও মেশিনগান হাতে প্যারিসের হৃদপিণ্ডে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। যদি ফ্রান্স তার নীতি পরিবর্তন না করে, তাহলে টার্গেটের শীর্ষেই থাকে যাবে।

বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর