১৫ নভেম্বর, ২০১৫ ০৮:৪২

এবার ফ্রান্সে ট্রেন দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

মো. ফজলুল করমি শামীম, ফ্রান্স:

এবার ফ্রান্সে ট্রেন দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

শুক্রবার ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার শোক কাটিয়ে উঠতে না উঠতেই শনিবার ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে ট্রেন দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৭ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার স্ট্রাসবুর্গ থেকে প্যারিস পর্যন্ত একটি নতুন লাইনে একটি দ্রুতগতির ট্রেন পরীক্ষামূলক যাত্রার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশ্ববর্তী একটি খালে ছিটকে পড়ে। এতে ট্রেনটিতে আগুন ধরে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে কেবল ৪৯ জন রেলওয়ে টেকনিশিয়ান ছিলেন, যারা নতুন লাইনের উপযোগিতা পরীক্ষার কাজে নিয়োজিত ছিলেন।

ফ্রান্সের রেলওয়ের কর্মকর্তারা দাবি করেছেন, অতিরিক্ত গতিতে চলানোর কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়। সরকারের ঊর্ধ্বতন পরিবহণ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ট্রেনটি খালের মধ্যে পড়ে রয়েছে। কিছু বিধ্বস্ত অংশ যেখানে-সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। প্যারিস-স্ট্রাসবুর্গ লাইনটি আগামী বছরে চালু হওয়ার কথা রয়েছে।

বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর