১৫ নভেম্বর, ২০১৫ ১০:১০

ফ্রান্সের প্রধান পর্যটনকেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

ফ্রান্সের প্রধান পর্যটনকেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ফ্রান্সের প্যারিসে সিরিজ হামলার পর আবারও হামলার আশঙ্কায় ফ্রান্সের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। শনিবার এক আদেশে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

আদেশে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে লুভ্যর মিউজিয়াম ও আইফেল টাওয়ারসহ সকল প্রধান প্রধান পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এতে বলা হয় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব পর্যটনকেন্দ্রগুলো বন্ধ থাকবে।

দেশটির নাগরিক এবং পর্যটকদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। তাছাড়া নিরাপত্তাবাহিনীর কাছ থেকে সবুজ সংকেত পাওয়া মাত্র এই ঘোষণা প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে সিরিজ হামলায় ১২৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ফ্রান্স সরকার। এছাড়া এসব হামলায় ৩ শতাধিক মানুষ আহত হয়ছেন। যাদের মধ্যে ৮০ জনের অবস্থা গুরুতর।

বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর