শিরোনাম
২৫ নভেম্বর, ২০১৫ ১৯:১৮

ভূপাতিত রুশ বিমানের এক পাইলট জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক

ভূপাতিত রুশ বিমানের এক পাইলট জীবিত উদ্ধার

তুরস্কের গুলিতে ভূপাতিত রুশ বিমানের এক পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ১২ ঘণ্টার বিশেষ অভিযানে তাকে উদ্ধার করা হয়।

গুলিতে বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় এক পাইলট নিহত হওয়ার খবর পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন উদ্ধার হওয়া ওই পাইলট। খবর বিবিসির।

রাশিয়া পরিচালিত বিশেষ অভিযানে সিরিয়ার সীমান্তবর্তী একটি এলাকা থেকে জীবিত ওই পাইলটকে উদ্ধার করা হয়। সিরিয়ায় অবস্থিত রাশিয়ার একটি বিমানঘাঁটি থেকে এমন তথ্য জানানো হয়েছে।

বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধার অভিযানে এক মেরিন সেনাও গুলিতে নিহত হন বলে জানানো হয়। তবে বিধ্বস্ত বিমান থেকে প্যারাসুটে নেমে আসা কো-পাইলটকে গুলি করে হত্যা করা হয়— এমনটি বলা হলেও রাশিয়ার পক্ষ থেকে তার লাশের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

তুরস্ক বলছে, বিধ্বস্ত বিমানটি তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, সেটি সিরিয়ার সীমান্তে ছিল। ওই ঘটনাকে তিনি 'পিঠে ছুরি মারা'র সঙ্গে তুলনা করেন। তবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ান বলেছেন, নিজ সীমান্তরক্ষার অধিকার তুরস্কের আছে আর এর প্রতি সকলের সম্মান দেখানো উচিত।

বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর