২৬ নভেম্বর, ২০১৫ ১৬:৪০

পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

অনলাইন ডেস্ক

পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

ভারত 'পৃথ্বী-২' নামে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। উড়িষ্যা রাজ্যের চান্দিপুরস্থ একটি মোবাইল লঞ্চার থেকে আজ বেলা ১২টা ১০ মিনিটে এটির পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৩৫০ কিলোমিটার। ভারতীয় সেনাবাহিনীর স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড [এসএফসি] এটির পরীক্ষা চালায়। এসএফসি-ই দেশটির পরমাণুসহ কৌশলগত সব অস্ত্রের দেখভাল করে থাকে। খবর পিটিঅাই'র
ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 'পৃথ্বী-২' ক্ষেপণাস্ত্রটি পাঁচশ থেকে এক হাজার কেজি ওজনের পরমাণু অস্ত্র [ওয়ারহেড] বহন করতে সক্ষম। পরীক্ষাটি ইতিবাচক হয়েছে বলে দেশটির একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৫/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর