৩০ নভেম্বর, ২০১৫ ১৪:৪৯

তুরস্কে তেল বেঁচে মাসে দায়েশের আয় ১০ কোটি ডলার

অনলাইন ডেস্ক

তুরস্কে তেল বেঁচে মাসে দায়েশের আয় ১০ কোটি ডলার

তুরস্কের কালোবাজারে তেল বিক্রি করে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ গত আট মাসে ৮০ কোটি ডলারের বেশি অর্থ আয় করেছে। এ হিসেবে প্রতি মাসে এ খাতে তাদের আয় ১০ কোটি ডলার। আরটিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইরাকি সংসদ সদস্য মোয়াফফাক আর-রাবাই।

তিনি বলেন, তুরস্কের কালোবাজারে দায়েশ যে তেল বিক্রি করেছে তা হলো ইরাক ও সিরিয়ার তেল। ট্যাংকারে করে তেল ইরাক ও সিরিয়া থেকে তুরস্কের সীমান্তে নেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক বাজারের চেয়ে অর্ধেক দামে তা বিক্রি করা হয়েছে।

তিনি আরো বলেন, তুরস্কের স্থাপনাগুলোতে শোধন করার পর এ তেল হয় দেশটির ভেতরে বিক্রি হয়েছে; না হয় পাইপযোগে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে এ তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়েছে।

কালোবাজারে তেল বিক্রির অর্থ দায়েশের তৎপরতা অব্যাহত রাখার ক্ষেত্রে অক্সিজেনের মতো কাজ করেছে। এ অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হলে দায়েশ দম বন্ধ হয়ে মারা যাবে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/ রাসেল/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর