১ ডিসেম্বর, ২০১৫ ১৮:৩০

'রাস্তায় নয়, ময়লা আছে আমাদের মনে'

দীপক দেবনাথ, কলকাতা

'রাস্তায় নয়, ময়লা আছে আমাদের মনে'

ফাইল ছবি

‘রাস্তায় নয়, ময়লা আছে আমাদের মনে’ বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দাদরি থেকে শুরু করে গত কয়েক সপ্তাহ ধরে ভারত জুড়ে একাধিক ঘটনার পর অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন প্রণব মুখোপাধ্যায়। এবার মন থেকে বিভেদমূলক চিন্তাভাবনা দূর করার ওপর জোর দিলেন তিনি।

মঙ্গলবার গুজরাটের আমেদাবাদে ভারতের জাতীর জনক মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রমে এক অুনষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন ‘ভারতের প্রকৃত ময়লা রাস্তায় নয়, আমাদের মনের মধ্যেই যত ময়লা রয়েছে’।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, ‘বৃহত্তর পরিসরে এটা কেবল শুরু, মনকে পরিস্কার করতে আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে এবং মাহাত্মা গান্ধীর লক্ষ্যকে পূরণ করতে হবে’।

তিনি আরও বলেন ‘প্রতিদিনই আমাদের চারপাশে কিছু অসহিংসতার ঘটনা ঘটছে। এই সহিসংসতার শিকড়ে আছে অন্ধকার, ভয় ও অবিশ্বাস। আমরা যখনই এই সহিংসতার বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন কোন পথ খুঁজি তখন আমাদেরকে অসহিংসতা, সংলাপের শক্তিকে মাথায় রাখতে হবে’।

বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর