৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:১৪

সাইবার হামলার শিকার হতে পারে ব্রিটেনের পরমাণু বোমা

অনলাইন ডেস্ক

সাইবার হামলার শিকার হতে পারে ব্রিটেনের পরমাণু বোমা

ব্রিটেনের পরমাণুশক্তিচালিত সাবমেরিন 'ভ্যানগার্ড'

ব্রিটেনের ডুবোজাহাজের পরমাণু বোমা সাইবার হামলার শিকার হতে পারে বলে নতুন প্রকাশিত এক প্রতিবেদনে আশংকা প্রকাশ করা হয়েছে। ইউরোপীয় লিডারশিপ নেটওয়ার্ক বা ইএলএন নামের একটি থিংক ট্যাংক এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ব্রিটেনের পরমাণু বোমার নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের পরমাণু বোমার বিরুদ্ধে সাইবার হামলার ঠেকাতে কখনোই পুরো নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি। পরমাণু বোমা ছোঁড়ার অনুমোদন দিয়ে রেডিও বার্তা পাঠানো হয়। হ্যাকাররা এ রেডিও বার্তার দখল নেয়ার চেষ্টা করেছে বলে আলামত পাওয়া গেছে। যেকোনো ভাবেই হোক না কেন হ্যাকাররা পরমাণু ডুবোজাহাজ বা পরমাণু বোমার নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে ফেলতে পারে বলেও প্রচণ্ড উদ্বেগ দেখা দিয়েছে।

 
এ ছাড়া, ব্রিটেন পরবর্তী প্রজন্মের পরমাণু বোমাবাহী ডুবোজাহাজ তৈরি করার উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ক্ষেত্রে পরমাণু ডুবোজাহাজ ও পরমাণু বোমার নিরাপত্তার বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও এতে মন্তব্য করা হয়েছে। খবর দ্য মিররের

 
বিডি-প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর