৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৪১

ভারতে কাজির দায়িত্ব পেলেন দুই নারী

অনলাইন ডেস্ক

ভারতে কাজির দায়িত্ব পেলেন দুই নারী

ভারতের রাজস্থানে দুই নারীকে সম্মানজনক কাজি পদে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। গত শুক্রবার জাহান আরা ও আফরোজ বেগমকে আনুষ্ঠানিকভাবে কাজির সনদ তুলে দেওয়া হয়।

জয়পুরের এই দুই নারী মুম্বাইভিত্তিক দারুল উলুম-ই-নিশান থেকে দুই বছরের বুনিয়াদি প্রশিক্ষণ নেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাদের ‘কাজিয়াত’ সনদ তুলে দেওয়া হয়। এখন থেকে তাদের নাম হবে কাজি জাহান আরা ও কাজি আফরোজ বেগম।

জাহান আরা বলেন, ''আমি কুরান, হাদিস ও ভারতীয় সংবিধানের ওপর প্রশিক্ষণ সমাপ্ত করেছি। আমি নারী অধিকার নিয়ে শিক্ষা অর্জন করেছি। কাজির দায়িত্ব সত্যিকার অর্থেই কঠিন, কিন্তু ৬৯ শতাংশ নম্বর পেয়ে আমি উত্তীর্ণ হয়েছি। আমাদের চেষ্টা থাকবে বিয়ে, তালাকনামা ও মোহরানা বিষয়ে নারীদের অধিকারগুলো নিয়ে কাজ করা।''

মোহরানা বিষয়ে জাহান আরা বলেন, মোহরানা বরের এক বছরের বেতনের চেয়ে কোনো অংশেই কম হওয়া উচিত নয়। বিয়ের সময় মোহরানা নারীর অধিকার। পবিত্র কুরআনে বলা আছে, বিয়ে-জীবনে প্রবেশ করার পর মেহারানা নারীর আর্থিক নিরাপত্তা বিধান করে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর