১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০৮:৩৪

উ. কোরিয়ায় সেনাপ্রধানের 'মৃত্যুদণ্ড কার্যকর'

অনলাইন ডেস্ক

উ. কোরিয়ায় সেনাপ্রধানের 'মৃত্যুদণ্ড কার্যকর'

উত্তর কোরিয়ার সেনাপ্রধান জেনারেল রি ইয়ং-গিলের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বুধবার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার প্রচার মাধ্যমে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে অন্য কোনো সূত্র থেকে এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার প্রচার মাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, দুর্নীতি ও দলবাজির কারণে এই মাসের শুরুর দিকে রি ইয়ংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে রি ইয়ংকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তবে উত্তর কোরিয়ায় এমন ঘটনা আগেও ঘটেছে। অনেক উচ্চপদস্থ কর্মকর্তা দীর্ঘ সময় চোখের আড়ালে থাকার পর আবার প্রকাশ্যে আবির্ভূত হয়েছেন।

উল্লেখ্য, উত্তর কোরিয়ায় কিম জং উনের শাসনামলে এই পর্যন্ত বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা বা নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, রি ইয়ংয়ের ক্ষেত্রেও এমন ঘটনাই ঘটেছে।

বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর