১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৪৯

হানামানথাপ্পার মৃত্যুতে মোদির শোক

অনলাইন ডেস্ক

হানামানথাপ্পার মৃত্যুতে মোদির শোক

ভারতীয় সেনাবাহিনীর সাহসী ল্যান্স নায়েক হানামানথাপ্পা কোপাড়ের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মৃত্যুতে পুরো ভারত ব্যথিত ও শোকাহত বলে এক টুইট বার্তায় লিখেন তিনি। খবর পিটিআই'র

টুইট বার্তায় মোদি লিখেন, 'তার মৃত্যু আমাদেরকে ব্যথিত ও  বিধ্বস্ত করেছে। ল্যান্স নায়েক হানামানথাপ্পা, তোমার আত্মা শান্তিতে থাকুক। তোমার ভেতরে থাকা সৈনিক অমর থাকবে। তোমার মতো শহীদেরা ভারতকে সেবা দিয়েছে এজন্য গর্বিত।'

আজ সকাল ১১টা ৪৫ মিনিটে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩৩ বছর বয়সী মি. কোপাড়। এর আগে ৮ ফেব্রুয়ারি সিয়াচেন হিমবাহের মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩৫ ফুট বরফের নিচ থেকে ঘটনার ৬ দিন পর অজ্ঞাত অথচ জীবিত উদ্ধার হন তিনি। পরদিন তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। সেখানেই তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানেন তিনি।

মি. কোপাড় ১৪ বছর আগে ভারতীয় সেনাবাহিনীর ১৯ মাদ্রাজ রেজিমেন্টে যোগ দিয়েছিলেন। তিনি স্ত্রী ও ২ বছর বয়সী নেত্র নামে এক কন্যা সন্তান রেখে গেছেন।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর