১২ ফেব্রুয়ারি, ২০১৬ ০৮:২৫

পেরুতে বাদুরের কামড়ে ১২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

পেরুতে বাদুরের কামড়ে ১২ শিশুর মৃত্যু

পেরুতে বাদুরের কামড়ে কমপক্ষে ১২ আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা প্রথমে এটিকে ডাইনিদের কাজ বলে ভেবেছিল। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা হারম্যান সিলভা জানান, গত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে লরিতো এলাকার আমাজন অঞ্চলে আদিবাসী ১২ শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশুদের বয়স আট থেকে ১৫ এর মধ্যে।

তিনি বলেন, মৃতদেহ থেকে পাওয়া লক্ষণ ও মেডিকেল প্রতিবেদনের আলোকে জানা গেছে, আচুয়ার গোত্রের ১২ শিশু র‌্যাবিস ভাইরাসের কারণে মারা গেছে। রাজধানী লিমা থেকে ১১০০ কিলোমিটার দূরে জঙ্গলের ইয়াঙ্কুটিচ ও উনকান সম্প্রদায়ের শিশুরা রক্তচোষা বাদুরের হামলার শিকার হয়েছিল। স্থানীয়রা জানিয়েছে, তারা প্রথমে এটিকে ডাইনিদের কাজ বলে ভেবেছিল। এ কারণে তারা এই ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের কিছুই জানায়নি।

বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর