১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:০৫

ডেনমার্কে মসজিদের ইমাম নারী

অনলাইন ডেস্ক

ডেনমার্কে মসজিদের ইমাম নারী

শেরিন খানকান

ডেনমার্কে নারীদের জন্য প্রথমবারের জন্য পৃথক মসজিদ নির্মিত হয়েছে। মসজিদের ইমামের দায়িত্ব পালন করবেনও একজন নারী। তবে এখানে চাইলে পুরুষরাও একসঙ্গে নামাজ পড়তে পারবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতারা।  খবর দ্য টেলিগ্রাফের। 

রাজধানী কোপেনহেগেনে মরিয়ম মসজিদটি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন ডেনমার্কে জন্ম নেওয়া সিরিয়ান বংশোদ্ভূত শেরিন খানকান। তিনি একজন ধারাভাষ্যকার।

তিনি বলেন, 'আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে পুরুষতান্ত্রিক কাঠামো রয়েছে, তা ভেঙে স্বাভাবিক করতেই এ উদ্যোগ। শুধু ইসলামেই নয়, ইহুদিবাদ ও খ্রিষ্টান ধর্মেও এই পুরুষতান্ত্রিকতা রয়েছে। আমরা এটাকে চ্যালেঞ্জ জানাতে চাই।''  

বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর