১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১৯

তুষারধসে নিহত ভারতীয় সেনাদের মরদেহ বেস ক্যাম্পে

অনলাইন ডেস্ক

তুষারধসে নিহত ভারতীয় সেনাদের মরদেহ বেস ক্যাম্পে

উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী বিশেষ সেনারা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সিয়াচেন হিমবাহে গত ৩ ফেব্রুয়ারি তুষারধসের আঘাতে নিহত ৯ ভারতীয় সেনার মৃতদেহ সিয়াচেনে সেনাদের বেস ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। গতকাল সন্ধ্যায় হেলিকপ্টারে করে মরদেহগুলো সেখানে নিয়ে আসা হয় বলে ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে এতদিন মরদেহগুলো ঘটনাস্থল থেকে সরানো সম্ভব ছিল না। খবর দ্য হিন্দুর

গত ৩ ফেব্রুয়ারি সিয়াচেন হিমবাহের ১৯,৬০০ ফুট উপরে স্থাপিত ভারতীয় সেনাদের একটি চৌকিতে একটি বিশালাকৃতির তুষারধস আঘাত হানে। এতে ৩৫ ফুট বরফের নিচে চাপা পড়েন দশ ভারতীয় সেনা। গত ৮ ফেব্রুয়ারি নয়জনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। আর হানামানথাপ্পা কোপাড় নামে এক ল্যান্স নায়েককে জীবিত কিন্তু অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরদিন ৯ ফেব্রুয়ারি তাকে দিল্লিস্থ আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়। এর তিনদিন পর ১১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অাগামীকালের মধ্যেই সেনাদের মরদেহগুলো বিমানে করে দিল্লিতে এবং পরে প্রত্যেকের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়ার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে সেনা কর্মকর্তারা জানিয়েছেন।


বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর