৫ মার্চ, ২০১৬ ০৯:৩১

মেয়াদ শেষে কোথায় উঠবে ওবামা পরিবার?

অনলাইন ডেস্ক

মেয়াদ শেষে কোথায় উঠবে ওবামা পরিবার?

আর বেশিদিন হোয়াইট হাউজে থাকা হচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। ২০১৭ সালের শুরুতেই স্বপরিবারে সাদা বাড়ির মায়া ছেড়ে চলে যেতে হবে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনি হবেন হোয়াইট হাউজের নতুন বাসিন্দা।

কিন্তু ওবামা দম্পতি দুই মেয়েকে নিয়ে হোয়াইট হাউজ ছেড়ে যাবেন কোথায়? এসব প্রশ্ন এখনই ডালপালা ছড়াতে শুরু করেছে।

জবাবটা ওবামা নিজেই দিয়েছেন। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, হোয়াইট হাউজ ছাড়লেও আপাতত রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়ছেন না তিনি। আর এটি করতে হচ্ছে মেয়ে সাশার স্কুলের কারণে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''মাঝপথে স্কুল পরিবর্তন করা খুবই কঠিন।''

হোয়াইট হাউজ থেকে বিদায় নেওয়ার পর বিদায়ী প্রেসিডেন্টের রাজধানীতেই অবস্থান করা খুবই বিরল একটি ঘটনা। কারণ অধিকাংশ ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্টদের রাজধানীর বাইরে খামার বাড়ি ও অন্য কোথাও বাস করতে দেখা যায়।

১৯১৩ ও ১৯২১ সালে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা উইড্রো উইলসন ছিলেন হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার পর রাজধানীতেই অবস্থান করা সর্বশেষ প্রেসিডেন্ট।

বারাক ওবামার অবশ্য শিকাগোতেও সময় কাটানোর পরিকল্পনা রয়েছে। সেখানে তার বাড়ি এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার পরিবার রয়েছে। বারাক ওবামা শিকাগোতেই তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করছেন। খবর বিবিসি'র।

বিডি-প্রতিদিন/০৫ মার্চ ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর