২৮ এপ্রিল, ২০১৬ ১৫:৫৪

পাক-ভারত সীমান্তে 'লেজার ওয়াল'

অনলাইন ডেস্ক

পাক-ভারত সীমান্তে 'লেজার ওয়াল'

তোড়জোর অনেকদিন ধরেই চলছিল৷ পাঠানকোট কাণ্ডের পর আরও গতি আসে কাজে৷ এতদিনে হলো চিন্তার বাস্তবায়ন। এক ডজন 'লেজার ওয়াল' বসানো হয়েছে পাঞ্জাবের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে৷ পাঞ্জাবের দুর্গম পার্বত্য এলাকাতেই বসানো হয়েছে এই বিশেষ কাঁটাতার, যাতে রয়েছে এইট ইনফ্রা-রেড ও লেজার বিম ইনট্রুশন ডিটেকশন সিস্টেম৷ যতটা সেন্সেটিভ, ততটাই ভয়ঙ্কর এই প্রযুক্তি৷ চোখের নিমেষে ধরে ফেলবে অনুপ্রবেশকারীকে৷

কয়েকদিনের মধ্যেই আরও চারটি 'লেজার ওয়াল' বসানো হবে বলে জানানো হয়েছে বিএসএফের তরফ থেকে৷ জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট সীমান্তে ভবিষ্যতে আরও ৪৫টি ‘লেজার ওয়াল' বসানোর পরিকল্পনা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। বিশেষ করে পার্বত্য ও বন্ধুর এলাকাগুলোতে বসানো হচ্ছে এই প্রযুক্তি৷ কারণ এই সমস্ত জায়গাতেই ভৌগোলিক পরিস্থিতির সুযোগে সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটে থাকে৷

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর