শিরোনাম
২৮ এপ্রিল, ২০১৬ ১৯:৩৪

দাবদাহ থেকে বাঁচতে বিহারে রান্না বন্ধ!

দীপক দেবনাথ, কলকাতা

দাবদাহ থেকে বাঁচতে বিহারে রান্না বন্ধ!

প্রচণ্ড দাবদাহের কারণে প্রাণহানি ঠেকাতে নতুন নিয়ম চালু করলো ভারতের বিহার রাজ্যের সরকার। গ্রীষ্ককালে গ্রামাঞ্চলে বসবাসরত বাসিন্দাদের সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত রান্না বন্ধ রাখার অনুরোধ জানালেন রাজ্যটির নীতিশ কুমারের সরকার। যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের দুই বছর পর্যন্ত কারাবাস কিংবা আর্থিক জরিমানা হতে পারে বলেও জানানো হয়েছে সরকারের তরফে।

পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানে যেখানে যজ্ঞ করার রীতি আছে সেটাও আপাতত না করার আর্জি জানিয়েছে সরকার। সরকারের মতে প্রচণ্ড গরমে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। কারণ গ্রামাঞ্চলে খড় দিয়ে তৈরি বাসাগুলোতে রান্নার চুলা থেকে খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ছে।

পরিসংখ্যান বলছে, গত দুই সপ্তাহে প্রচন্ড দাবদাহে বিহারে নারী ও শিশু সহ ৬৫ জনের প্রাণহানি ঘটেছে। গরমে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে, হাজার খানেক কুড়ে ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৬/মাহবুব
 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর