৩০ এপ্রিল, ২০১৬ ১৩:০৩

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ৩৮০০ কোটি ডলার ব্যয় করবেন ওবামা

অনলাইন ডেস্ক

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ৩৮০০ কোটি ডলার ব্যয় করবেন ওবামা

সামরিক ক্ষেত্রে নিজেদেরকে আরও শক্তিশালী করতে চায় আমেরিকা। নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ’র জন্য ৩,৮০০ কোটি ডলার বরাদ্দ করছেন মার্কিন প্রসিডেন্ট। 

আগামী ২০২০ সাল পর্যন্ত ক্ষেপণাস্ত্র বিষয়ক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। যদিও গত আট বছরে শুধুমাত্র একবারই লক্ষবস্তুতে আঘাত হানতে ছুটে আসা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরীক্ষায় সফল হয়েছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা বিএমডিএস। এই ব্যবস্থা তৈরি করে এমডিএ। 

বিএমডিএস উন্নয়ন এবং মোতায়েন খাতে বিএমডি-কে ২০০২ সাল পর্যন্ত ১২ কোটি ৩০ লাখ ডলার দেওয়া হয়েছিল। কিন্তু এমডিএ’কে নতুন করে ফের কেন টাকা দেওয়া হচ্ছে এনিয়ে ইতিমধ্যে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে। যেখানে একবার মাত্র এমডিএ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে, সেখানে এই পরিমাণ টাকা খরচ করা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন তুলেছে অনেকে।

 

বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৬/ হিমেল-০৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর