১ মে, ২০১৬ ১০:০৫
ইকুয়েডরে ভূমিকম্প

১৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বৃদ্ধকে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক

১৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বৃদ্ধকে জীবিত উদ্ধার

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পের প্রায় দু’সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে মেনুয়েল ভাসকুইজ নামের ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেনিজুয়েলা দূতাবাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি।

ভেনিজুয়েলা দূতাবাস জানায়, স্থানীয় সময় শুক্রবার দেশটির মানাবি প্রদেশে আংশিকভাবে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্য থেকে মেনুয়েল ভাসকুইজের আওয়াজ শুনতে পাওয়া যায়। এরপর উদ্ধারকর্মীরা তাকে ওই ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, গত ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রবিবার ভোর ৫টা ৫৮ মিনিটে) ইকুয়েডরে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮। শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ছয়শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে।  

বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর