২ মে, ২০১৬ ০৮:২৩

ঐতিহাসিক সফরে ইরানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক সফরে ইরানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

এক ঐতিহাসিক সফরে ইরানের রাজধানী তেহরান পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাই তার এ সফরের মূল লক্ষ্য। ১৯৬২ সালে ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম দেশটির কোনো প্রেসিডেন্ট ইরান সফর করছেন। খবর ফক্স নিউজের

তিনদিনের সরকারি সফরে গতকাল রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সেখানে স্বাগত জানান ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ রেজা নেমাতজাদেহ। দক্ষিণ কোরিয়ার প্রায় ১৩৬টি কোম্পানি ও সংস্থার প্রতিনিধি নিয়ে পার্ক জিউন এ সফরে এসেছেন।

আজ সোমবার তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করবেন। আশা করা হচ্ছে- জ্বালানি ও অবকাঠামোসহ মধ্যপ্রাচ্যের চলমান নানা ইস্যু নিয়ে দুই প্রেসিডেন্ট আলোচনা করবেন।

 এছাড়া, কোরীয় উপদ্বীপের ঘটনাবলী নিয়েও কথা বলবেন তারা। পার্ক জিউন হাইয়ের এ সফরে ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক হাজার কোটি ইউরোর বাণিজ্য চুক্তি হবে বলে কথা রয়েছে।

বিডি-প্রতিদিন/২ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর