২ মে, ২০১৬ ১৬:১২

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পদাতিক সেনা কর্মকর্তা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পদাতিক সেনা কর্মকর্তা

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সেনাবাহিনীতে একজন নারীকে পদাতিক সেনা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম ক্যাপ্টেন ক্রিস্টেন গ্রিস্ট। গতবছর গ্রিস্ট এবং আরেক নারী এলিট রেঞ্জার্স ইউনিটে প্রবেশের জন্য সেনাবাহিনীর কঠোর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। গতমাসের শুরুতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ২০ জনের বেশি নারীর পদাতিক ও সাঁজোয়া বাহিনীতে যোগদানের অনুরোধে অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। পদাতিক ও সাঁজোয়া বাহিনীকে সরাসরি যুদ্ধে অংশ নিতে হয়।

বৃহস্পতিবার আর্মি টাইমস একটি প্রতিবেদনে প্রকাশিত হয়। সেখানে, গ্রিস্ট ‘ম্যান্যুভার ক্যাপ্টেন্স ক্যারিয়ার কোর্স’ সম্পন্ন করবেন বলে আশা করা হচ্ছে। 

প্রসঙ্গত, সশস্ত্র বাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষ্যে গত বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সব বিভাগে নারীদের অংশগ্রহণের দুয়ার উন্মুক্ত করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

 

বিডি-প্রতিদিন/ ০২ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর