৩ মে, ২০১৬ ১২:৪৭

তুর্কি পার্লামেন্টে ফের মারামারি (ভিডিও)

অনলাইন ডেস্ক

তুর্কি পার্লামেন্টে ফের মারামারি (ভিডিও)

সংগৃহীত

তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ও বিরোধী কুর্দি পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) সদস্যদের মধ্যে ফের মারামারি ঘটনা ঘটেছে। খবর বিবিসি ও আল-জাজিরার।

স্থানীয় সময় সোমবার তুর্কি ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আনা পার্লামেন্ট সদস্যদের 'বিচার না করার আইন' বাতিলের প্রস্তাবকে কেন্দ্র করে এ মারামারি ঘটনা ঘটে।

বিসিরি টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সরকারি দলের সদস্যরা বিরোধী এইচডিপি সদস্যদের ওপর চড়াও হয়ে ঘুষি এবং পানির বোতল ছুড়ে মারছেন। এ সময় বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য আহত হয়েছেন বলে বিসিরি খবরে বলা হয়।

এর আগে, গত সপ্তাহে বিতর্কিত ওই বিলটি নিয়ে পার্লামেন্টে আলোচনার সময়ে এই দুই দলের সংসদ সদস্যদের মধ্যে মুষ্টিযুদ্ধ হয়েছিল।

সরকারি দল বিলটি জাতীয় সংসদে তোলার পর বিরোধী দল এর তীব্র বিরোধিতা করে আসছে। বিলটি পাস হলে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে কুর্দিস্তান পিপলস পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিচার-প্রক্রিয়া শুরুর পথ খুলে যাবে।

 

বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর