৩ মে, ২০১৬ ১৬:৫০

মালালার নোবেল পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রবিশঙ্কর

অনলাইন ডেস্ক

মালালার নোবেল পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রবিশঙ্কর

পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর। তিনি বলেছেন, মামালাকে নোবেল পুরস্কার দেওয়ার কোন মানেই হয় না। কারণ তিনি এ পুরস্কার পাওয়ার মতো কোনো কাজ করেননি। খবর হিন্দুস্তান টাইমসের।

আর্ট অব লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রবিশঙ্কার ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ খরা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের আরও বলেন, তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য একবার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

রবিশঙ্কর আরও বলেন, বর্তমানে এই পুরস্কারের মূল্য নেই। তার দাবি, যখন ১৬ বছর বয়সী মালালাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হলো তখন থেকে এই পুরস্কার তার মর্যাদা হারিয়ে ফেলে। এটা এখন একটি রাজনৈতিক পুরস্কার।

বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর