৪ মে, ২০১৬ ১১:৫৮

আইএসের হামলায় মার্কিন সেনা নিহত

অনলাইন ডেস্ক

আইএসের হামলায় মার্কিন সেনা নিহত

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তথা আইএসের হামলায় ইরাকে অবস্থানরত মার্কিন নেভি সিলের এক সদস্য নিহত হয়েছেন। ৩১ বছর বয়সী সেনা সদস্য চার্লি ক্যাটিং যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বাসিন্দা। উত্তর ইরাকে কুর্দিস পেশমের্গা বাহিনীর উপদেষ্টা হিসেবে তিনি কর্মরত ছিলেন। খবর বিবিসির।

কুর্দিস কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার তারা সীমানা লঙ্ঘন করে উত্তরের আইএস নিয়ন্ত্রিত শহর মুসলে ঢুকে পড়লে এ উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই সেনা সদস্য নিহত হন।

আমেরিকার প্রতিরক্ষা দফতর জানিয়েছেন, ২০১৪ সালে আইএস বিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত জঙ্গি সংগঠনটির হামলায় চার্লিসহ মোট ৩ জন মার্কিন সেনা নিহত হলো।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার জানান, ইরবিল শহরের কাছে যুদ্ধে চার্লি ক্যাটিং নামের এক সেনা সদস্য মারা গেছেন। তাকে হারানো অবশ্যই খুব বেদনাদায়ক।’

বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর