৫ মে, ২০১৬ ১০:১৬

সরে দাঁড়ালেন কাসিচও, মনোনয়নের পথে ট্রাম্প

অনলাইন ডেস্ক

সরে দাঁড়ালেন কাসিচও, মনোনয়নের পথে ট্রাম্প

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সরে দাঁড়ানোয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জন কাসিচ। কিন্তু বুধবার কাসিচও সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় আসছে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর কেউ রইল না।

মঙ্গলবারের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রাইমারিতে দাপুটে জয় পাওয়ায় মূল প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ প্রচারণায় ইতি টেনে মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ান। এরপর বুধবার ওহাইয়োর গভর্নর জন কাসিচও মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে বিবিসি।

প্রাইমারিতে কেবল নিজের রাজ্যেই জেতা সাবেক সিনেটর কাসিচ অন্য দুই প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ও ক্রুজ থেকে অনেক পিছিয়ে ছিলেন।

এখন নিউইয়র্কের ধনকুবের ট্রাম্প অনেকটা নিশ্চিন্তে ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে মোকাবেলার প্রস্তুতি নিতে পারেন। তবে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পাওয়ার পথে ইন্ডিয়ানার প্রাইমারিতে জয় ছিনিয়ে নিয়ে হিলারির গতি শ্লথ করে দিয়েছেন তার দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। যদিও সার্বিক বিচারে হিলারি এখনো স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।

বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর