১৬ মে, ২০১৬ ১৫:০৫

কলম্বিয়ায় ২৪ কোটি মার্কিন ডলারের কোকেন জব্দ

অনলাইন ডেস্ক

কলম্বিয়ায় ২৪ কোটি মার্কিন ডলারের কোকেন জব্দ

কলম্বিয়ার ইতিহাসের সবচেয়ে বড় কোকেনের চালান ধরা পড়েছে যার আনুমানিক মূল্য ২৪ কোটি মার্কিন ডলার। পানামা সীমান্তের কাছে আট টন কোকেন জব্দ করায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস। খবর বিবিসি বাংলার।

জব্দকৃত কোকেনের মধ্যে দেড় টন কোকেন বিক্রির উপযোগী অবস্থায় মোড়কজাত অবস্থায় ছিল। কলম্বিয়ার উত্তর পশ্চিমের উপকূলীয় শহর টার্বোর এক কলাবাগানের নিচে এই কোকেন লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশের অভিযানে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত কোকেনের মালিক 'উসুগা' নামে একটি অপরাধী চক্র, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা এবং গুমের বহু অভিযোগ রয়েছে। 

উল্লেখ্য, কলম্বিয়ায় প্রতিবছর প্রায় সাড়ে চারশো টন কোকেন উৎপাদিত হয় বলে জাতিসংঘ জানিয়েছে।

 

বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর