২৫ মে, ২০১৬ ২০:৫২

লেবাননে ধৃত আইএসের সিনিয়র কমান্ডার

অনলাইন ডেস্ক

লেবাননে ধৃত আইএসের সিনিয়র কমান্ডার

লেবাননের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা থেকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের শীর্ষ পর্যায়ের এক কমান্ডারকে আটক করা হয়েছে। এলাকাটি সিরিয়া সীমান্তের একেবারেই কাছে অবস্থিত।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, কৌশলগত আরসাল শহরে গতকাল সামরিক অভিযানের সময় আইএস কমান্ডার সামেহ আল-ব্রেইদি আটক হয়েছেন। এ সময় সেনাবাহিনী গোষ্ঠীটর কয়েকটি অবস্থানে অভিযান চালায়।

এর আগে, গত ২৮ এপ্রিল আরসাল শহরের ওয়াদি আল হোস্‌ন এলাকায় অভিযান চালিয়ে আইএসের আরেক সিনিয়র কমান্ডার নায়েফ শা’লানকে গ্রেফতার করে। এছাড়া, লেবাননের সেনাবাহিনীর হাতে গোষ্ঠীটির অন্য এক সিনিয়র কমান্ডার আহমাদ ম্রুয়েহ মারা গেছে। ম্রুয়েহ ছিলেন শা’লানের দেহরক্ষী। ওই একই অভিযানে আইএস নেতা মুহাম্মাদ মোসালিকে আটক করা হয়।

বিরাট এলাকাজুড়ে লেবাননের সঙ্গে সিরিয়ার সীমান্ত রয়েছে এবং সন্ত্রাসীরা প্রায় সময়ই সিরিয়া থেকে লেবাননের আরসাল এলাকায় ঢুকে পড়ে। সেখানে সন্ত্রাসীরা কয়েকদফা হামলাও চালিয়েছে।

 

বিডি-প্রতিদিন/২৫ মে ২০১৬/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর