২৭ মে, ২০১৬ ১৫:১৪

ফের লাভা বের হচ্ছে ইতালির আগ্নেয়গিরিতে

অনলাইন ডেস্ক

ফের লাভা বের হচ্ছে ইতালির আগ্নেয়গিরিতে

আবারও আগুনের লাভা বের হতে শুরু করেছ ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে। ১০হাজার ৯২৬ ফিট উঁচু পাহাড় থেকে উগড়ে বেরোচ্ছে লাল লাভা। 

আর ভয়ংকর সুন্দর এ দৃশ্য দেখতে নিরাপদ দূরত্বে এসে ভীড় করছেন পর্যটকেরা। 

খ্রীষ্টপূর্ব ৪০০ বছর আগে থেকে জীবন্ত এই ক্যাটালান প্রদেশের আগ্নেয়গিরি। মাঝে মাঝে শুরু হয় এর তান্ডব। ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরিটি বিশ্বের অন্যতম একটি আগ্নেয়গিরি। তাই যখন লাভা বের হতে শুরু করে তখন পর্যটকরা ভীড় করেন এখানে। 
                  


বিডি প্রতিদিন/২৭ মে ২০১৬/ হিমেল-০৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর