২৭ মে, ২০১৬ ১৬:৩১

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে চীন-রাশিয়ার যৌথ মহড়া

অনলাইন ডেস্ক

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে চীন-রাশিয়ার যৌথ মহড়া

রাশিয়া এবং চীনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছে। কম্পিউটারভিত্তিক এ যৌথ ক্ষেপণাস্ত্র মহড়া তিন দিন ধরে চলবে। গতকাল থেকে তা শুরু হয়েছে।

উস্কানিমূলক বা দুর্ঘটনাবশত কোনো ব্যালিস্টিক এবং গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা থেকে দেশ দুটির ভূখণ্ড রক্ষার বিষয়ে মহড়ায় গুরুত্ব দেয়া হবে। এ জাতীয় হামলার মুখে দেশ দুইটির বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মধ্যে সহযোগিতার বিষয়টি যৌথ মহড়ায় প্রশিক্ষণ দেয়া হবে।

এ ছাড়া, মহড়া শেষে রুশ-চীন সামরিক কর্মকর্তাদের দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনার কথা রয়েছে।

চীন এবং রাশিয়ার সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক তৎপরতায় মস্কো ও বেইজিং উভয়েই উদ্বিগ্ন।

বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর