২৮ মে, ২০১৬ ২০:৫৪

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের সমাবেশে সংঘর্ষ, আটক ৩৫

অনলাইন ডেস্ক

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের সমাবেশে সংঘর্ষ, আটক ৩৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান দিয়েগো শহরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৩৫ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার মেক্সিকো সীমান্তের নিকটবর্তী শহরটিতে ট্রাম্পের ৭ জুনের প্রার্থিতা ভোটের আগে প্রচারণা সমাবেশে এ সংঘর্ষ হয়। এসময় পাথর ও বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়া রাজ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে বিবিসি।

এদিকে, সংঘর্ষের পর প্রার্থিতা বাছাইয়ের ভোটকেন্দ্র নির্ধারিত সম্মেলনস্থলের আশপাশে কোনো ধরনের জটলা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।

সংবাদমাধ্যম আরও জানায়, অভিবাসনবিরোধী ও সাম্প্রদায়িক বক্তব্যের ধারাবাহিকতায় অভিবাসী প্রবেশ বন্ধে মেক্সিকো সীমান্তে দেওয়াল তুলে দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। সেই অভিবাসী অধ্যুষিত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেই বক্তৃতা দিতে গিয়ে তোপের মুখে পড়লেন নিউইয়র্কের এই ব্যবসায়ী।


বিডি প্রতিদিন/২৮ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর