২৯ মে, ২০১৬ ১০:৪৮

ভারতে সেমি বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা

অনলাইন ডেস্ক

ভারতে সেমি বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা

ভারতীয় রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল দেশে বুলেট ট্রেন চালানোর কথা। ইতিমধ্যেই প্রথম ধাপে সেই কাজ শুরুও করেছে রেল কর্তৃপক্ষ। দিল্লি ও আগ্রার মধ্যে চালানো হচ্ছে গতিমান এক্সপ্রেস। মাত্র ১০৫ কিলোমিটার গতিতে ট্রেনটি চালানো হচ্ছে সেখানে। 

এই পরিস্থিতিতে এবার গতিমান এক্সপ্রেসের পরই চালানো হবে সেমি বুলেট ট্রেন। ট্যালগো কোচ যুক্ত এই ট্রেনটির আজই সফল পরীক্ষামূলক যাত্রা করানো হল। প্রথম ধাপে বারেইলি থেকে মোরাদাবাদ পর্যন্ত এই পরীক্ষামূলক যাত্রা করানো হল।

ট্যালগো ট্রেনে যা রয়েছে:
১) বিশেষ প্রযুক্তি যুক্ত এই ট্রেনের কোচগুলি বেলজিয়াম থেকে আনা হয়েছে।
২) ট্রেনটি ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিবেগে চলতে পারে। তবে সাধারণভাবে ১১৫ থেকে ১২৫ কিলোমিটার গতিবেগের মধ্যে সীমিত রাখা হবে ট্রেনটিকে।
৩) ট্রেনের কোচগুলি অপেক্ষাকৃত হালকা। ফলে বিদ্যুতের ব্যাবহারও অনেকটা কম হবে তাতে।
৪) ট্রেনটিতে দুটি এক্সিকিউটিভ ক্লাসের কোচ, ৪টি চেয়ার কার এবং একটি ক্যাফেটেরিয়া থাকছে।

ভারতের রেলমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে পরীক্ষামূলক ভাবে বারেইলি থেকে মোরাদাবাদ পর্যন্ত চালানো হবে ট্রেনটি। এরপর তা দিল্লি থেকে মুম্বাইয়ের মধ্যে পাকাপাকি ভাবে চলবে।


বিডি প্রতিদিন/ ২৯ মে ২০১৬/ হিমেল-০৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর