Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১ জুন, ২০১৬ ১০:৪৯
আপডেট :
দক্ষিণ কোরিয়ায় বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত
অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাবওয়ের নির্মাণকাজ চলাকালীন বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার দেশটির জিওনজি প্রদেশের ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে ভূগর্ভস্থের ১৫ মিটার নিচে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে ভূগর্ভস্থেই ৪ জন নিহত এবং ১০ আহত হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে তা স্পষ্ট করা হয়নি।

এদিকে, নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছে দেশটির দমকল বাহিনী।

বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow