Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ৭ জুন, ২০১৬ ১২:০২
আপডেট : ৭ জুন, ২০১৬ ১২:০২
আফগানিস্তানে মার্কিন সাংবাদিক খুন
অনলাইন ডেস্ক
আফগানিস্তানে মার্কিন সাংবাদিক খুন

আফগানিস্তানে তালেবানদের হামলায় প্রাণ হারালেন এক মার্কিন চিত্র সাংবাদিক। একইসঙ্গে ওই ঘটনায় একজন আফগান দোভাষীরও মৃত্যু হয়েছে।

সোমবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের দক্ষিণে অবস্থিত হেলমান্দ প্রদেশের লস্কর গাহ এবং মারজাহ শহরের মাঝে একটি রাস্তায়।

চিত্র সাংবাদিক ডেভিড গিলকি এবং তার দোভাষী জবিউল্লাহ তামান্না হামলার সময় সেনাবাহিনীর একটি গাড়িতে ছিলেন। সেইসময়য় একটি কামানের গোলা ছোড়া হয় ওই গাড়িটিতে। হামলায় গাড়ির চালকসহ এক সেনাকর্মীরও মৃত্যু হয়েছে। যদিও গাড়িতে থাকা অন্য দুই সেনাকর্মী অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।

বিডি-প্রতিদিন/ ০৭ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow