Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : ৮ জুন, ২০১৬ ০৯:৫৮
নিউইয়র্কে 'মোহাম্মদ আলী ওয়ে'
নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ:
নিউইয়র্কে 'মোহাম্মদ আলী ওয়ে'

বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর স্মৃতি রক্ষার্থে নিউইয়র্ক সিটির গুরুত্বপূর্ণ একটি সড়কের নামকরণ করা হলো ‘মোহাম্মদ আলী ওয়ে।’ বিশ্বখ্যাত মেডিসন স্কোয়ার গার্ডেন সংলগ্ন ৩৩ স্ট্রিটে ‘মোহাম্মদ আলী ওয়ে’ নামকরণের ফলক গতকাল মঙ্গলবার উন্মোচন করা হয়। 

এ উপলক্ষে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো বলেন, ‘মোহাম্মদ আলীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মেডিসন স্কোয়ার গার্ডেনের পার্শ্ববর্তী সড়কের নামকরণ করা হলো। তবে এই নামফলক স্থায়ী হবে না।’ 

মেডিসন স্কোয়ার গার্ডেনে ৮টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোহাম্মদ আলী। প্রতিটিতেই তিনি শিরোপা জয়ে সক্ষম হন। মেয়র বলেন, ‘আলী কখনো পরাজিত হননি।’

৭৪ বছর বয়েসী মোহাম্মদ আলী গত শুক্রবার ইন্তেকাল করেছেন। আগামী শুক্রবার বাদ জুমআ তাকে কেন্টাকির জন্মভূমিতে দাফন করা হবে। 

 

বিডি-প্রতিদিন/ ০৮ জুন, ২০১৬/ আফরোজ
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
up-arrow