Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : ৯ জুন, ২০১৬ ১৫:০৯
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৫:১৫
'হিলারিকে যোগ্যতর প্রার্থী করে তুলেছেন স্যান্ডার্স'
অনলাইন ডেস্ক
'হিলারিকে যোগ্যতর প্রার্থী করে তুলেছেন স্যান্ডার্স'
কমেডিয়ান জিমি ফালনকে সাক্ষাৎকার দিচ্ছেন বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন প্রত্যাশী ভেরমোন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স-ই দলটি থেকে সম্ভাব্য মনোনিত প্রার্থী হিলারি ক্লিনটনকে আরো অধিকতর যোগ্য প্রার্থী করে তুলেছেন বলে মনে করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুধু তাই নয়, স্যান্ডার্সের নতুন নতুন অাইডিয়া ও উদ্যম ডেমোক্রেট দলকে আরো শক্তিশালী হতে সহায়তা করেছে বলেও মনে করেন তিনি। এনবিসি চ্যানেলের জিমি ফালনের সঙ্গে এক সাক্ষাৎকারে গত রাতে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর অাইএএনএস'র

এনবিসিকে দেয়া ওবামার নির্বাচনকেন্দ্রিক সাক্ষাৎকারটি আজ স্থানীয় সময় বৃহস্পতিবার প্রচারিত হওয়ার কথা রয়েছে। এর কিছু অংশ আজ প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে ওবামা মূলত নির্বাচনী দৌড়ের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন।

জিমি ফালনকে দেয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, 'প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারি ডেমোক্রেট দলের জন্য ভালো হয়েছে। আমি মনে করি এর মাধ্যমে বার্নি স্যান্ডার্স প্রচুর উদ্যম ও নতুন অাইডিয়া নিয়ে এসেছেন। এর মাধ্যমে তিনি দলকে সামনে এগিয়ে যেতে সহায়তা করেছেন ও দলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারি হিলারিকে আরো অধিকতর যোগ্য প্রার্থী করে তুলেছে বলে আমি মনে করি। '

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন [২৩৮৩] পেয়ে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন হিলারি ক্লিনটন। তবে আগামী মাসে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠেয় দলটির জাতীয় কনভেনশনেই দলটির চূড়ান্ত প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত করা হবে। অবশ্য সেক্ষেত্রেও হিলারিই নির্বাচিত হচ্ছেন তা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়। আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডি-প্রতিদিন/৯ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow