Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১০ জুন, ২০১৬ ১২:০৬
আপডেট : ১০ জুন, ২০১৬ ১২:০৮
এবার হিলারিকে সমর্থন সিনেটর ওয়ারেনের
অনলাইন ডেস্ক
এবার হিলারিকে সমর্থন সিনেটর ওয়ারেনের

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে সম্ভাব্য মনোনিত প্রার্থী হিলারি ক্লিনটনকে এবার সমর্থন দিলেন দলটি থেকে একদা মনোনয়ন প্রত্যাশী ম্যাসাচুসেটস সিনেটর এলিজাবেথ ওয়ারেন। সেইসঙ্গে রিপাবলিকান দল থেকে মনোনিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে সকল ডেমোক্রেটকে হিলারির পেছনে একত্রিত হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের পর সিনেটর ওয়ারেন হিলারির প্রতি নিজের এ সমর্থন ব্যক্ত করেন। খবর সিএনএন'র

হিলারির প্রতি সমর্থন দিয়ে সিনেটর ওয়ারেন বলেন, 'অামি এই লড়াইয়ে শামিল হতে ও হিলারিকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য সর্বাত্মক পরিশ্রম করতে প্রস্তুত আছি। সেইসঙ্গে ডোনাল্ড ট্রাম্প যাতে হোয়াইট হাউসের ধারেকাছেও যেতে না পারে তা নিশ্চিত করতে কাজ করে যাবো। '

এর আগে গতকাল বৃহস্পতিবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে আসীন হতে হিলারিই সবচেয়ে যোগ্যতম ব্যক্তি বলে নিজের সমর্থন ব্যক্ত করে এমন মন্তব্য করেন ওবামা।

বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow