Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১০ জুন, ২০১৬ ১৬:০২
আপডেট : ১০ জুন, ২০১৬ ১৬:০৭
পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখান: চীন
অনলাইন ডেস্ক
পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখান: চীন

আন্তর্জাতিক সম্প্রদায়কে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে চীন। পাকিস্তান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগান তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর এ আহ্বান জানাল দেশটি।   চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র হং লি অাজ শুক্রবার এ আহ্বান জানান। খবর পিটিআই'র

হং লি বলেন, 'পাকিস্তানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের পুরোপুরি সম্মান দেখানো উচিত। ' 'পাকিস্তানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখান'

সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে পাকিস্তানের ব্যাপক তৎপরতা এবং আফগান শান্তি প্রক্রিয়ায় দেশটির ভূমিকার কথা তুলে ধরেন তিনি। তিনি বলেন, 'পাকিস্তানের এ সব বিষয়কে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া উচিত। চীনা মুখপাত্র এ সময়ে চতুর্পক্ষীয় সমন্বয় গোষ্ঠী বা কিউসিজি নিয়েও কথা বলেন। পাকিস্তান, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র এবং চীনকে নিয়ে গঠিত এ গোষ্ঠীর সবার একযোগে কাজ করা উচিত বলেও জানান তিনি।

হং লি অারো বলেন, 'আফগানিস্তানে সংহতি প্রক্রিয়ার পরিস্থিতি সৃষ্টির জন্য কিউসিজি গঠন করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে গোষ্ঠীর সবার কাজ করা উচিত। '

বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow