Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ জুন, ২০১৬ ১১:১২
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১১:১৪
ভারতে প্রথম ডাইনোসরের ফসিলের সন্ধান
অনলাইন ডেস্ক
ভারতে প্রথম ডাইনোসরের ফসিলের সন্ধান

ভারতে এই প্রথমবারের মতো মাংসাশী প্রাণী ডাইনোসরের একটি প্রজাতির ফসিলের [পায়ের ছাপ] সন্ধান পাওয়া গেছে। সেখানকার যোধপুরস্থ জয়নারায়ণ ভাস ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগের একটি দল জয়সালমার এলাকায় এর সন্ধান পান। পায়ের ছাপটি অব্রন্তস থেরপড ডাইনোসরের অন্তর্ভুক্ত। এই প্রজাতির ডাইনোসর উচ্চতায় ১-৩ মিটার ছিল এবং এরা উপকূলীয় এলাকায় বসবাস করতো। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের

অব্রস্তস থেরপড ডাইনোসরের ফসিলের সন্ধান এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, পোল্যান্ড, স্লোভাকিয়া, ইতালি, স্পেন, সুইডেন, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র।

ভারতে ডাইনোসরের ফসিলের সন্ধানলাভে নেতৃত্ব দিয়েছেন ড. বীরেন্দ্র সিং পারিহার, ড. সুরেশ চন্দ্র মাথুর ও ড. শঙ্কর লাল নামা। তাদের আবিষ্কার পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তির রহস্য উদঘাটনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
 
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow