Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ১৩ জুন, ২০১৬ ২১:২০
আপডেট :
জাপানে ভাল্লুকের আক্রমণে ৪ জনের প্রাণহানি
অনলাইন ডেস্ক
জাপানে ভাল্লুকের আক্রমণে ৪ জনের প্রাণহানি

জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ভাল্লুকের আক্রমণে প্রাণহানি হয়েছে চারজনের। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। যাদের বয়স ৬৫ থেকে ৭৯ বছরের মধ্যে।

গত তিন সপ্তাহে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

জাপানের কাজুনো পুলিশ স্টেশনের মুখপাত্র নবোরু আবুকাওয়া জানান, এক বা একাধিক ভাল্লুকের কামড়ে ও আঁচড়ে চারজন মারা গেছেন।

গত পাঁচ বছরে কাজুনো শহরে ভাল্লুকের আক্রমণে এমন মৃত্যুর এটাই প্রথম বলেও জানান তিনি।

বিডি-প্রতিদিন/ ১৩ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow