Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ২৫ জুন, ২০১৬ ০৮:৩৩
আপডেট : ২৫ জুন, ২০১৬ ০৮:৩৮
ভার্জিনিয়ায় বন্যায় ২৩ জনের প্রাণহানি
অনলাইন ডেস্ক
ভার্জিনিয়ায় বন্যায় ২৩ জনের প্রাণহানি

মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় ‌প্রচণ্ড ঝড়ের সঙ্গে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর সিএনএনের।

শুক্রবার বিকেলে দেশটির গভর্নর আর্ল রে টমব্লিন তিনটি কাউন্টিতে ১৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন। কিন্তু শুক্রবার রাতে পশ্চিম ভার্জিনিয়া বিভাগের হোমল্যান্ড সিকিউরিটি এবং ইমারজেন্সি ম্যানেজমেন্ট নিহতের সংখ্যা ২৩ এ পৌঁছে বলে জানায়।

টমব্লিন বলেন, বৃহস্পতিবার পশ্চিম ভার্জিনিয়ায় একটি বিশাল ঝড় আঘাত হানে। এ সময় রাজ্যজুড়ে প্রচুর ঝড়-বৃষ্টি হয়। এ ঝড়-বৃষ্টি কানাওহা, মধ্য গ্রিনব্রিয়ার, নিকোলাস এবং ওয়েবস্টার এলাকায় আঘাত হানে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মধ্য ও দক্ষিণ পশ্চিম ভার্জিনিয়ায়।

বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow