২৬ জুন, ২০১৬ ১১:১৮

সোমালিয়ায় আল শাবাবের হামলায় নিহত ১৫

অনলাইন ডেস্ক

সোমালিয়ায় আল শাবাবের হামলায় নিহত ১৫

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কেন্দ্রস্থলে একটি হোটেলে জঙ্গি গোষ্ঠী আল শাবারের আত্মঘাতী বোমা হামলা ও গোলাগুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহতদের মধ্যে হোটেল রক্ষী, বেসামরিক নাগরিক ও কয়েকজন জঙ্গি রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার ওই হোটেলে আত্মঘাতী বোমা হামলার পর গুলিবর্ষণের শব্দে মোগাদিশু প্রকম্পিত হয়ে ‍ওঠে। এরপরই ঘটনাস্থলের দিকে ছুঁটে আসে অ্যাম্বুলেন্স।

পুলিশ জানিয়েছে, লড়াই শেষ হয়েছে কিন্তু জঙ্গিদের খোঁজে ঘটনাস্থলে তল্লাশি অব্যাহত আছে।

এদিকে, হামলার দায় স্বীকার করে আল শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ধর্মত্যাগী সরকারি সদস্যদের ব্যবহারকৃত হোটেলটিতে আমরা হামলা চালিয়েছি। এতে ২০ জন রক্ষী ও সাধারণ নাগরিক নিহত হয়েছে।

প্রসঙ্গত, সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাত করার লক্ষ্যে লড়াইরত আল শাবাব প্রায়ই রাজধানী মোগাদিশুতে প্রাণঘাতী হামলা চালায়। তবে এসব হামলায় নিহতের সংখ্যা সরকার ঘোষিত সংখ্যা থেকে অধিকাংশ সময়ই বাড়িয়ে বলে তারা।

বিডি-প্রতিদিন/২৬ জনু, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর