২৬ জুন, ২০১৬ ১১:৪৯

বডিবিল্ডার সাজ্জাদ কারিবিকে নিয়ে তোলপাড়!

অনলাইন ডেস্ক

বডিবিল্ডার সাজ্জাদ কারিবিকে নিয়ে তোলপাড়!

ইরানের বিশালদেহী বডিবিল্ডার এবং ভারোত্তলনকারী সাজ্জাদ কারিবিকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে হইচই পড়ে গেছে। চলছে নানামুখী আলোচনা। কেউ কেউ বলছেন, বাস্তবে এমন বডি কীভাবে বানানো সম্ভব? আবার কেউ বলছেন, কীভাবে তৈরি হলো এই বডি? অনেকে আজকালের জনপ্রিয় কার্টুনের চরিত্র 'হাল্ক' সঙ্গে তুলনা করেন সাজ্জাদকে। কেউ তাকে গ্রিক দেবতা হারকিউলেসের সঙ্গে তুলনা করছেন। কেউবা আবার ঈর্ষায় কাতর!

এতসব কিছুর প্রেক্ষিতে অবশেষে সাজ্জাদ কারিবি নিজেই মুখ খুলেছেন। নিজেকে তুলে ধরেছেন ইরানের একজন সৈনিক হিসেবে। নিজের বক্তব্যে সাচ্চা দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। সঙ্গে জবাবও দিয়েছেন কিছু সমালোচনার। মজার বিষয় হচ্ছে, অল্প কয়েকদিনের মধ্যে সাজ্জাদ কারিবির ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজারে।

কেমন দেহের অধিকারী এই সাজ্জাদ কারিবি? ইরানের প্রেস টিভি জানায়, সাজ্জাদের ওজন ১৫৪ কেজি। তার এক একটা বাহুর বেড় ২২ ইঞ্চি। অনায়াসে তুলে ফেলতে পারেন ১৭৫ কেজি ওজনের যেকোনো কিছু। বডি বিল্ডিং প্রতিযোগিতায় এখন তিনিই ইরানের প্রতিনিধিত্ব করছেন। মজার বিষয় হচ্ছে সাজ্জাদ কারিবির একটি জমজ ভাই রয়েছে।

সাজ্জাদ কারিবি নিজের সম্পর্কে বলন, 'আমি সাজ্জাদ কারিবি। আমি আমার দেশের পবিত্র মাটির জন্য একজন সৈনিক।'

সম্প্রতি তিনি সৌদি আরবের এক সমালোচকের জবাব দিয়েছেন এভাবে, 'কিছু সৌদি নাগরিক সামাজিক যোগাযোগের মাধ্যমে বার বার আমাকে এবং আমার পরিবারকে অপমানের চেষ্টা করে। এটি তাদের ভয় ও দুর্বলতাই তুল ধলছে।'

তিনি আরো বলেন, 'আপনাদের এখনো ইরানের শক্তি সম্পর্কে পর্যবেক্ষণ করতে হবে। আমরা ইরানিরা বড়াই করি না। যুদ্ধক্ষেত্রেই আমরা আমাদের শক্তি প্রদর্শন করি। আমি শুধু ইরানের একজন সৈনিক এবং সবসময় ইরানের পাশেই থাকব। আমি এদেশে জন্মেছি এবং এখানেই মরতে চাই। যাই ঘটুক না কেন ইরান ছাড়া আমি অন্য কিছু বুঝি না।'

বিডি-প্রতিদিন/২৬ জুন ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর