৩০ জুন, ২০১৬ ১২:১১

'রুশ হুমকির দোহায় দিয়ে ন্যাটোর উপস্থিতি বাড়ানো হচ্ছে'

অনলাইন ডেস্ক

'রুশ হুমকির দোহায় দিয়ে ন্যাটোর উপস্থিতি বাড়ানো হচ্ছে'

ন্যাটোর সঙ্গে মিলে এস্তোনিয়ার সেনা সদস্যদের মহড়ায় অংশগ্রহণ

রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমার পররাষ্ট্রবিষয়ক কমিটির সভাপতি অ্যালেক্সি পুশকভ বলেছেন, রুশ সামরিক হুমকির দোহায় দিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর উপস্থিতি বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, 'দিন দিন ন্যাটো সেনা রাশিয়ার সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু মস্কোর হুমকির যে অজুহাত দেখানো হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন।' বুধবার রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে অ্যালেক্সি পুশকভ এসব কথা বলেন।

তিনি বলেন,  'আমরা বুঝতে পারছি না কেন রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো সেনা পাঠানোর চেষ্টা চলছে। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া কিংবা পোল্যান্ড- কোনো দেশেই রুশ সম্ভাব্য হামলার তথ্য প্রমাণ করা যায়নি। এগুলো সম্পূর্ণভাবে ভিত্তিহীন অভিযোগ।'

পুশকভ আরো বলেন, 'বেশ কয়েকটি দেশে জনমত জরিপ চালিয়ে দেখা গেছে যে, সেসব দেশের লোকজন বিশ্বাস করে না- রাশিয়া থেকে এ ধরনের হুমকি আসবে। মার্কিন সরকার ও তার মিত্ররা রুশবিরোধী নীতি অনুসরণ করছে কিন্তু ইউরোপীয় দেশগুলোর বোঝা উচিত রাশিয়াকে কৃত্রিমভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

 

 বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৬/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর