৩০ জুন, ২০১৬ ১৩:৩৩

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতের

অনলাইন ডেস্ক

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতের

ভারত আজ সকালে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। উড়িষা উপকূলের চণ্ডীগড়স্থ একটি মোবাইল লঞ্চার থেকে সকাল সোয়া ৮টায় ক্ষেপণাস্ত্রটি সফলভাবে উৎক্ষেপণ করা হয় বলে ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও'র একজন বিজ্ঞানী জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার

মাঝারি পাল্লার নতুন এই ক্ষেপণাস্ত্রটির নাম 'এমঅার-স্যাম'। ভারত ও ইসরায়েল যৌথভাবে এটি তৈরি করেছে।  উৎক্ষেপণের পর এটি সকল লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত হেনেছে বলেও ওই কর্মকর্তা জানান।

ডিআরডিও'র ওই বিজ্ঞানী জানান,  ভারতের গুজরাটের হায়দারাবাদস্থ ডিআরডিও'র ল্যাবরেটরি ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সহায়তায় যৌথভাবে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। আকাশপথে আসা যেকোনো হুমকি এটি নস্যাৎ করে দিতে সক্ষম বলেও তিনি জানান।

বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর