Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ৩ জুলাই, ২০১৬ ১০:৩১
আপডেট : ৩ জুলাই, ২০১৬ ১০:৫৫
বাগদাদে পৃথক স্থানে বোমা হামলায় নিহত ২৩
অনলাইন ডেস্ক
বাগদাদে পৃথক স্থানে বোমা হামলায় নিহত ২৩
সংগৃহীত ছবি

ইরাকের রাজধানী বাগদাদের পৃথক দু’টি জনাকীর্ণ বাণিজ্যিক এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৬১ জন। রবিবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।

খবরে বলা হয়, প্রথমে দেশটির কারাডা জেলায় গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয় এবং ৪৫ জন আহত হন। এর কিছুক্ষণ পরে পূর্ব বাগদাদে অপর একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও ৫ জন নিহত হন। আহত হন ১৬ জন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে কারাডা জেলায় বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস। তবে দ্বিতীয় ঘটনার দায় স্বীকার করেনি কেউ।


বিডি প্রতিদিন/৩ জুলাই ২০১৬/হিমেল-১১

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow