Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : ৩ জুলাই, ২০১৬ ১১:১৩
আপডেট : ৩ জুলাই, ২০১৬ ১১:৩০
চীনে ভারী বৃষ্টিপাতে নিহত ৫০, নিখোঁজ ১২
অনলাইন ডেস্ক
চীনে ভারী বৃষ্টিপাতে নিহত ৫০, নিখোঁজ ১২

চীনের দক্ষিণাঞ্চলীয় হুবেই ও গুইজু প্রদেশে ভারী বৃষ্টিপাতে ৫০ ব্যক্তির প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ আছেন আরো প্রায় ১২ জন। গত তিন দিনের ভারী বৃষ্টিপাত ও এতে সৃষ্ট ভূমিধসে এসব প্রাণহানির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ রবিবার একথা জানিয়েছেন। খবর এপির

হুবেই প্রদেশের বেসামরিক বিভাগ জানায়, মৌসুমী বৃষ্টিপাতে প্রদেশটিতে গত বৃহস্পতিবার থেকে ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন নিখোঁজ আছেন। প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বা তারা ত্রাণসামগ্রীর অভাব অনুভব করছেন।

আর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় গুইজু প্রদেশে গত শুক্রবার ভূমিধসে ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বিডি-প্রতিদিন/৩ জুলাই ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow