Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ৪ জুলাই, ২০১৬ ২১:১৯
আপডেট :
দক্ষিণ এশিয়ায় বন্যায় প্রাণহানি ৫৫
অনলাইন ডেস্ক
দক্ষিণ এশিয়ায় বন্যায় প্রাণহানি ৫৫

পাকিস্তানের উত্তরাঞ্চল এবং ভারতে প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্ততপক্ষে ৫৫ জনের প্রাণহানি হয়েছে।

কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের চিত্রাল এলাকার বন্যায় বাড়িঘর এবং মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ায় ছাড়াও অন্তত ৩০ জন নিহত হয়েছে।

সম্প্রতি কয়েকদিনে ভারতের উত্তরাখন্ড এবং অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে আরও ২৫ জন নিহত হয়। দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টিপাতে শত শত মানুষ নিহত হয়েছে।

দুই দেশেই উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে খারাপ আবহাওয়ার কারণে। শনি ও রবিবারে চিত্রালের আরসুন গ্রামে আকষ্মিক বন্যা দেখা দেয়।

ভারতের উত্তরাঞ্চলে কর্মকর্তারা বলেছেন, শুক্রবারের ভারী বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে উত্তরাখন্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে এবং অরুণাচলে দাঁড়িয়েছে ১০ জনে। কয়েকটি গ্রাম মাটির তলে চাপা পড়েছে এবং জাতীয় একটি মহাসড়ক অংশিক বন্ধ হয়ে গেছে।

বিডি-প্রতিদিন/ ০৪ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow