Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ জুলাই, ২০১৬ ১৪:১৭
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ১৪:২২
আইএস নিয়ে ডারউইনকে 'ব্যঙ্গ' তসলিমার!
অনলাইন ডেস্ক
আইএস নিয়ে ডারউইনকে 'ব্যঙ্গ' তসলিমার!

সমাজ যখনই নানা হুমকির মুখে পড়েছে, কথা বলেছেন শিল্পীরা, জানিয়েছেন প্রতিবাদ। হোক সেটা সন্ত্রাস কিংবা সামাজিক অবক্ষয়। নিজ নিজ আঙ্গিকে এর প্রতিবাদ করেছেন প্রগতিশীলরা। কালান্তরের নানান সময়ে সৃষ্টি হয়েছে শিল্পের, সৃষ্টিশীলদের লেখা, আঁকায়, গানে, নাচে ফুটে উঠেছে সমাজ, সংস্কৃতি, সামাজিক বিবর্তন।  

গোটা বিশ্ব এখন যে মারণব্যাধিতে ভুগছে, তার নাম আইএস। ইসলামের নামে ইসলামিক স্টেটের কাণ্ড কারখানায় মানবজাতির বিবর্তনের ঠিক উল্টো পথে হাঁটতে শুরু করেছে আধুনিক বিশ্ব। আর এই অশনি সংকেতের বিরুদ্ধে সাংকেতিক প্রতিবাদ করেছেন প্রতিবাদী কলামিষ্ট তসলিমা নাসরিন।  

ডারউইন, বিবর্তন তত্ত্বের এ জনককে নিয়েই এক ব্যঙ্গচিত্র, যেখানে লেখিকা সন্ত্রাসের বিবর্তনকারী মনুষ্য জাতির দিকে আঙুল নিক্ষেপ করে বলছেন, "আমি এই জানোয়ারদের আত্মীয় না!" 

সূত্র: জি নিউজ


বিডি প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/হিমেল-১৪

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow